অকারণে বেশি হাসি স্মৃতিভ্রংশের লক্ষণ

কোনো মর্মান্তিক ঘটনা, অথচ আপনার বন্ধুর মুখে লেগে রয়েছে হাসি। কিংবা কোনো ঘটনা ছাড়াই হেসে চলেছেন। অথবা তুচ্ছ ঘটনায় হেসে গড়াগড়ি। আপনার এমন বন্ধুকে এড়িয়ে যাবেন না বা অহেতুক তার ওপর রাগ করবেন না। কারণ এটি ডিমেনসিয়া বা স্মৃতিভ্রংশের লক্ষণ।

জার্নাল অফ অ্যালজেইমার ডিজিস-এ সম্প্রতি তেমনই ইঙ্গিত মিলেছে। ৪৮ জন অ্যালজেইমার আক্রান্ত রোগীকে পরীক্ষার পর এই তথ্য পেয়েছে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল বিজ্ঞানী।

তাঁরা জানান, ওই সমস্ত রোগীদের ব্যবহার ৯-১০ বছর আগে আচমকাই বদলে যেতে শুরু করে। এক সময়ে চট করে রেগে যেতেন যিনি, হঠাৎ হাসি খুশি স্বভাবের হয়ে যান। কেউ বা অন্যের দুঃখের সময়েও খিলখিল করে হাসতে দ্বিধা করেন না। ৯-১০ বছর পরে তাঁরাই স্মৃতিভ্রংশের রোগী হয়ে যান।

বিজ্ঞানীদের মতে, মস্তিষ্কের কর্ম ক্ষমতা কমে আসাই এর কারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের সদস্যরা শুরুতেই সমস্যা ধরতে পারেন না।



মন্তব্য চালু নেই