অগ্নুৎপাত : ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দর বন্ধ

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ইন্দোনেশিয়ার ৫টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এগুলির মধ্যে জনপ্রিয় পর্যটন শহর বালির বিমানবন্দরও রয়েছে।
পূর্ব জাভার মাউন্ট রউং আগ্নেয়গিরি থেকে গত এক সপ্তাহ ধরে অগ্নুৎপাতের ফলে ডেনপাসার বিমানবন্দর এলাকার আকাশ ছাইয়ে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। এর ফলে বিমানবন্দর এলাকার দৃষ্টিসীমা হ্রাস পেয়েছে। ফলে শুক্রবার দ্বিতীয় দিনের মতো বালি ও অস্ট্রেলিয়ার মধ্যে বিমান চলাচল বন্ধ থাকায় বহু যাত্রী আটকা পড়েছেন।
ডেনপাসার ছাড়াও লম্বক, সেলাপারাং, ব্লিমবিংসারি এবং নটোহ্যাডিনিগোরো বিমানবন্দরও বন্ধ রাখা হয়েছে।
যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা জে এ বারাতা জানিয়েছেন, মাউন্ট রউংয়ের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তীতে বিমানবন্দরগুলি খুলে দেওয়া হবে। তবে রাষ্ট্রনিয়ন্ত্রিত বালি বিমানবন্দরের অপারেটর আঙ্কাসা পুরা জানিয়েছেন, বিমানবন্দরটি কমপক্ষে স্থানীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।



মন্তব্য চালু নেই