অজ্ঞাত রোগে কয়েকশ’ কাকের মৃত্যু

রাজশাহীতে অজ্ঞাত রোগে কয়েকশ’ কাকের মৃত্যু হয়েছে। হঠাৎ করে কাক মরে যাওয়ার ঘটনায় নগরবাসীকে অবাক করে দিয়েছে।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের চত্বরে এসব কাক মরে পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী টিটু শেখ জানান, রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে কাকের আনাগোনা বেশি থাকে। মঙ্গলবার সকাল থেকে প্রতিদিনের মতো কাকের আনাগোনা ছিল। সকাল ১০টার দিকে গাছ থেকে অসুস্থ হয়ে কাকগুলো মাটিতে পড়তে থাকে। একটি দুটি করে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায় কাকগুলো। এর কিছুক্ষণ পরই সেগুলো মারা যায়। সারাদিন শুধুমাত্র রামেক হাসপাতালের সামনের এলাকায় কয়েকশ’ কাকের মৃত্যু হয়েছে।

এদিকে, নগরীর শালবাগান, উপশহর এলাকার কয়েক জায়গায় রাস্তার পাশে কাক মরে পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যোনের ভারপ্রাপ্ত কর্তকর্তা ও প্রাণি চিকিৎসক ডা. ফরহাদ জানান, এ বিষয়ে এখনই কোনো কিছুই বলা যাচ্ছে না। এভিয়েন ইনফ্লুয়েঞ্জা থেকেও এ ধরনের ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।



মন্তব্য চালু নেই