অধিকৃত ফিলিস্তিনের চলমান পরিস্থিতি শোচনীয় : মাহমুদ আব্বাস

অধিকৃত ফিলিস্তিনের চলমান পরিস্থিতিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেছেন, ফিলিস্তিনে যে ব্যাপক সহিংসতা চলছে তার জন্য ইসরাইলের দমন-নীতি দায়ী।
মাহমুদ আব্বাস আজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, ‘ফিলিস্তিনের পরিস্থিতি অত্যন্ত শোচনীয় ও ভয়াবহ। এ পরিস্থিতির আরো অবনতি হতে পারে ভেবে আমি শঙ্কিত।’ চলমান সহিংসতা প্রশমনে ইউরোপের সহায়তা চাইতে তিনি মোগেরিনির সঙ্গে সাক্ষাৎ করেন।
স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট বলেন, অধিকৃত ফিলিস্তিনে চলমান সহিংসতার একটি প্রধান কারণ হচ্ছে নিজেদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে ফিলিস্তিনি তরুণ সমাজ। ইসরাইলি সেনাদের হাতে আল-আকসা মসজিদের অবমাননারও তীব্র নিন্দা জানান মাহমুদ আব্বাস।

সূত্র: রেডিও তেহরান



মন্তব্য চালু নেই