অধিনায়কত্বে মাশরাফির ‘ছাত্র’ তামিম

এমন না যে তামিম দলকে কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানেন না, পারেন না!

তবুও মাশরাফি যেন তার কাছে আদর্শ। মানুষ হিসেবে, খেলোয়াড় হিসেবে ও অধিনায়ক হিসেবে। অধিনায়ক মাশরাফি তামিম ইকবালের গুরু।

একই দলে খেলার কারণে মাশরাফি বিন মুর্তজা কিভাবে, কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেন তা কাছ থেকে দেখেছেন। তবে বাস্তবে তা প্রয়োগ করা হয়নি। হয়ত সাম্প্রতিক সময়ে বিপিএল কিংবা অন্য কোনো ঘরোয়া ক্রিকেটে তামিম দলকে নেতৃত্ব দিয়েছেন ঠিকই কিন্তু সাফল্য পাননি।

তামিম এবার আবাহনীর জার্সিতে সফল অধিনায়ক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন। সেই সূত্র ধরেই মাশরাফির কাছ থেকে নেতৃত্বগুণ আয়ত্ব করছেন তামিম। মাশরাফির অধিনায়কত্ব থেকে শেখার বিষয়ে তামিম বৃস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘তার (মাশরাফি) কাছ থেকে শিখতে পারা হবে সবচেয়ে ভালো। জাতীয় দলে খেলার সময় আমি নিজেকে মনে করি ভেরি গুড সাপোর্টিং হ্যান্ড, অনেক পরিকল্পনা, তথ্য তখন দেই। কিন্তু নিজে অধিনায়কের দায়িত্ব পালন করা সবচেয়ে ভিন্ন জিনিস। আমি টুকটাক অনেক কিছুই অনেক সময় উনার সঙ্গে আলোচনা করতে পছন্দ করি। কালকের ম্যাচেও উনাকে দেখে শেখার চেষ্টা করব। উনার ইতিবাচক দিকগুলো সবসময় নিতে চেষ্টা করি। বলতে পারেন অধিনায়কের কাজটাই আমি উনার কাছ থেকে শিখছি।’

সাংবাদিকদের পরিবর্তে মাশরাফি নিজ থেকে এগিয়ে তামিমকে জিজ্ঞেস করলেন, ‘অধিনায়কত্ব কতটা উপভোগ করছ?’ তামিমের উত্তর, ‘আগামীকাল আপনার বিপক্ষে খেলার পর বলতে পারব অধিনায়কত্ব কেমন উপভোগ করছি। সত্যি বলতে আমি এখনও এই জিনিসটা নিয়ে নির্ভার নই। আরও অনেক কিছুই শেখার আছে। আমি খুব বেশি অধিনায়কত্ব করিনি। সম্প্রতি কয়েকটি টুর্নামেন্টে করেছি। অধিনায়কত্ব অনেকটা ব্যাটিংয়ের মতো, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি রান করবো। যত বেশি ম্যাচ জিতব তত আমার অধিনায়কত্ব ভালো হবে।`

গুরু মাশরাফির বিপক্ষে শুক্রবার মাঠে নামছেন তামিম ইকবাল। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিন ফতুল্লায় মুখোমুখি হচ্ছে তামিম ইকবালের আবাহনী ও মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্র। সকাল নয়টায় ফতুল্লা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।



মন্তব্য চালু নেই