অধ্যাপক হত্যাকাণ্ডের ৯০দিন : বিচারের দাবিতে ইংরেজি বিভাগের র‌্যালি

ইয়াজিম ইসলাম পলাশ, রাবি প্রতিনিধি: অধ্যাপক সিদ্দিকী হত্যাকাণ্ডের ৯০ তম দিনে বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র‌্যালি এবং সমাবেশ করেছে ইংরেজি বিভাগ। র‌্যালিটি শনিবার বেলা ১১ টায় শহীদুল্লাহ্ কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকুল মঞ্চে সমাবেশ করে।

সমাবেশে প্রফেসর জহুরুল ইসলাম, প্রফেসর আবদুল্লাহ আল মামুন, প্রফেসর এ এফ এম মাসউদ আখতার, সহকারী অধ্যাপক তারিক উল ইসলাম, মুহাম্মদ অসিউজ্জামানসহ তিনশতাধিক শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক সিদ্দিকী হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার স্পষ্টতা নেই। যতদিন পর্যন্ত আমরা এ ঘৃণ্য হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার পাবো না ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা জানি যে বিচারের জন্য আবেদন না করলে বিচার পাওয়া যায় না তাই বলে আমরা পিছুপা হবো না। আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব।

প্রসঙ্গত, ২৩শে এপ্রিল নগরীর শালবাগান এলাকায় বাড়ি থেকে সামান্য দূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে গলা কেটে হত্যা করা হয়।



মন্তব্য চালু নেই