অনন্য এ মাইলফলক স্পর্শ করলেন সাকিব!

সিকান্দার রাজাকে ফিরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে অনন্য এ মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নিজের নামের পাশে ৪৯টি উইকেট নিয়ে ওয়ালটন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামেন সাকিব। আগের ম্যাচে পেয়েছিলেন ৩ উইকেট। স্বাভাবিকভাবে এক উইকেট পেতে অতি আগ্রহী ছিলেন তিনি। কিন্তু নিজের প্রথম ৩ ওভারে উইকেট পাওয়ার কোনো লক্ষণই ছিল না সাকিবের। জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের বেধড়ক ব্যাটিংয়ে ৩ ওভারে সাকিব খরচ করেন ৩১ রান।

১৭তম ওভারে এসে সাকিব নিজের জাত চেনান। ওভারের প্রথম বলটিতেই উইকেট পেতে পারতেন বিশ্বসেরা স্পিনার। সাকিবের আর্ম বল কোনো রকমে ঠেকিয়ে দেন সিকান্দার রাজা। কিন্তু পরের বলেই শেষ রাজা! সাকিবের বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার জিম্বাবুয়ের ক্রিকেটার। এ উইকেট দিয়েই ৫০তম উইকেটের স্বাদ নেন সাকিব। সিকান্দার রাজাকে স্ট্যাম্পিং করে ডিসমিসালের খাতা ওপেন করেন কাজী নুরুল হাসান সোহান।



মন্তব্য চালু নেই