অনলাইনে নিজের ডাকাতির যে ভিডিও দেখে আত্মসমর্পণ ডাকাত (ভিডিও সহ)

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে ঘটে গেলো এক মজার ঘটনা। পুলিশ জানিয়েছে, নিউ জার্সির রাজধানী ট্রেনটনে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির চেষ্টা করেছিল ওই ডাকাত। ট্রেনটনের পুলিশ লেফটেন্যান্ট স্টিফেন ভার্ন একটি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছেন, ডোয়েইন হুইটেকারকে ওই ব্যবসা প্রতিষ্ঠানের গোপন নজরদারি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে। তিনি পিস্তলের ভয় দেখিয়ে সেখানে ডাকাতির চেষ্টা করছিলেন।

শেষ পর্যন্ত অপরাধী নিজেই ধরা দিয়েছেন পুলিশের কাছে। গত শুক্রবার ডোয়েইন আত্মসমর্পণ করেন। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। কর্তৃপক্ষ জানিয়েছে, ডোয়েইনের এক বন্ধু তাকে জানান তিনি তার ডাকাতির ভিডিওটি দেখেছেন।

নিজ কৃতকর্মের ভিডিও অনলাইনে প্রকাশ হওয়ার খবর শুনে তিনি নিজেও ফুটেজটি দেখেন। দেখার পরপরই পুলিশের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন। ডোয়েইনের বিরুদ্ধে সশস্ত্র ডাকাতি ও অস্ত্র ব্যবহারবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে আত্মসমর্পণের কারণে তার সাজা কমবে কিনা, তা জানা যায়নি।

5 6

ভিডিও:

https://youtu.be/AZvqAfPAjRk



মন্তব্য চালু নেই