অনলাইনে ভাইরাল হওয়া ছবির সেই চার বছরের মেয়েটি আর নেই

চলতি মাসের শুরুর দিকে যে চার বছরের মেয়ে শিশুটির একটি ছবি অনলাইনে ভাইরাল হয়েছিল সে মারা গেছে। ছবিটি ছিল তার ক্যান্সারের সঙ্গে লড়াই সংক্রান্ত। তার বাবা ওই ছবিটি শেয়ার করেছিল। তার বাবা-মা ফেসবুকে মৃত্যুর ঘোষণাও দিয়েছে।

ইংল্যান্ডের ম্যানচেস্টারের জেসিকা ওহেলান নামের মেয়েটি নিউরোব্লাস্টোমা বা অ্যাড্রেনাল গ্রন্থির একটি আগ্রাসী ধরনের ক্যান্সারে ভুগছিলেন। এই ধরনের ক্যান্সার প্রধানত শিশুদেরকেই আক্রান্ত করে বেশি।

তার বাবা, অ্যান্ডি ওহেলান, যিনি পেশায় একজন চিত্রগ্রাহক, তার বেদনাক্লিষ্ট একটি ছবি তুলে গত ২৯ অক্টোবর অনলাইনে শেয়ার করেন। শিশু বয়সে ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য তিনি এ কাজ করেন। গতকাল সোমবার পর্যন্ত ছবিটি ৫৩ হাজার প্রতিক্রিয়া লাভ করে। এবং এতে মন্তব্য পড়ে ১০ হাজার। আর প্রায় ১৮ হাজারবার ছবিটি শেয়ার করা হয়।

সূত্র: ফক্স নিউজ



মন্তব্য চালু নেই