অনলাইনে সবচেয়ে বেশি পাইরেসির শিকার ‘গেম অফ থ্রোনস’

২০১৫ সালে সবচেয়ে বেশি পাইরেসির শিকার হওয়া টিভি শো ‘গেম অফ থ্রোনস’। কেবল বিট টরেন্ট ব্যবহার করেই এটি ডাউনলোড করা হয়েছে ১ কোটি ৪৪ লাখ বার।

এর মধ্যে অর্ধেকের বেশি ডাউনলোড করা হয়েছে এটি টিভিতে প্রচারিত হওয়ার প্রথম সপ্তাহেই। সবচেয়ে বেশি পাইরেসি হয়েছে, এমন টিভি শো’র তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে দ্য ওয়াকিং ডেড ও বিগ ব্যাং থিওরি। এর মধ্যে দ্য ওয়াকিং ডেড ডাউনলোড করা হয়েছে ৬৯ লাখ বার এবং বিগ ব্যাং থিওরি ৪৪ লাখ বার।

টরেন্ট ফ্রিক জানিয়েছে, সব মিলিয়ে দেখা যাচ্ছে টিভি শো পাইরেসির পরিমাণ তো কমছেই না, উপরন্তু আরও অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর যেসকল টিভি শো জনপ্রিয়তা পাচ্ছে, সেগুলোর পাইরেসির পরিমাণ বাড়ছে উল্লেখযোগ্য হারে। কখনও কখনও ডাউনলোডের পরিমাণ ছাড়িয়ে যাচ্ছে টিভিতে দেখা দর্শক সংখ্যাকেও।

সূত্র: টরেন্ট ফ্রিক



মন্তব্য চালু নেই