‘অনেক সরকারি প্রতিষ্ঠান ট্যাক্স ফাঁকি দিচ্ছে’

অনেক সরকারি প্রতিষ্ঠান ট্যাক্স ফাঁকি দিচ্ছে বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এসব প্রতিষ্ঠান ট্যাক্স না দিয়ে পার পাওয়ার জন্য উল্টো কোর্ট-কাছারি করে বেড়াচ্ছে। এটা কখনোই উচিত নয়।

বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) ‘রিসার্চ আলমানাক ২০১৪-১৫’ প্রকাশকালে তিনি এসব কথা বলেন।

বিআইডিএসের বিগত এক বছরের গবেষণা কার্যক্রমের ফলাফল উপস্থাপনের লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয়। বিআইডিএস কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বিআইডিএসের মহাপরিচালক ড. কে এ এস মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সিনিয়র সচিব ড. শামসুল আলম, অর্থনীতিবিদ ড. বিনায়ক সেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনারে মন্ত্রী আরো বলেন, ‘আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠান বিরোধীদের মতো আচরণ করছে। তারা ট্যাক্স না দিয়ে কীভাবে ট্যাক্স না দেওয়া যায় এ জন্য মামলা-মোকদ্দমা ও কোর্ট-কাছারি করে বেড়াচ্ছে, এটা পীড়াদায়ক।’

তিনি বলেন, ‘আমাদের মন-মানসিকতার পরিবর্তন করতে হবে এবং একজন সুনাগরিক হিসেবে আমাদের নিয়মিত ট্যাক্স পরিশোধ করতে হবে, তা না হলে সরকার চলবে কীভাবে?’

তিনি আরো বলেন, ‘হাওর অঞ্চলে প্রায় ২ কোটি মানুষ বাস করে, তাদের কথা আমাদের ভাবতে হবে। পিছিয়ে পড়া জেলে, বেদে ও হিজড়া সম্প্রদায়ের জন্য আমাদের ভাবতে হবে। এদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়।’



মন্তব্য চালু নেই