অন্তরের ১০ রোগ, যা আপনাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিচ্ছে

আপনার অন্তর যদি পাথর হয়ে যায়, তাহলে আপনার মধ্যে থেকে রহমত দূরে সরে যায়। সেই সাথে আপনার মধ্যে থেকে দিনে দিনে দ্বীনের আলো কমতে থাকে। কমতে কমতে এমন এক পর্যায়ে আপনাকে নিয়ে যায়, যেখানে কাফের আর আপনার মধ্যে তেমন কোন পার্থক্য পরিলক্ষিত হয় না। তাই অন্তরের ১০টি রোগ সম্পর্কে এখনই জেনে নিন। সেই সাথে এগুলো জানার পরে জীবনে শিক্ষা লাভ করুন এবং খেয়াল রাখবেন এগুলো যেন আপনার শরীরে কোন ভাবেই বাসা বাধতে না পারে।

অন্তরের রোগসমূহ:
১ – আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন কিন্তু তাঁর আদেশ পালন করেন না।

২ – মুখে বলেন মুহাম্মদ (সাঃ) কে ভালবাসি কিন্তু তাঁর সুন্নতের অনুসরণ করেন না।

৩ – কুরআন পড়েন কিন্তু তা বাস্তবায়ন করেন না।

৪ – আল্লাহর সমস্ত নেয়ামত ভোগ করেন কিন্তু তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না।

৫ – স্বীকার করেন শয়তান আপনার শত্রু কিন্তু তার বিরুদ্ধাচরণ করেন না।

৬ – জান্নাত পেতে চান কিন্তু তার জন্য আমল করেন না।

৭ – জাহান্নাম থেকে বাঁচতে চান কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করেন না।

৮ – বিশ্বাস করেন যে প্রতিটি জীবনকে মৃত্যু বরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হন না।

৯ – পরনিন্দা ও গীবত করেন কিন্তু নিজের দোষ ত্রুটি ভুলে যান।

১০ – মৃত ব্যক্তিকে দাফন করে আসেন কিন্তু তা থেকে কোন শিক্ষা গ্রহন করেন না। নিচের পেইজ টি লাইক দিয়ে সাথে থাকুন



মন্তব্য চালু নেই