অন্তর্বাস বাছবেন যে কারণে

মহিলাদের আধুনিক ফ্যাশনে এসেছে নানাধরনের জামাকাপড়। কোনওটার এককাঁধ কাটা, কোনওটার দু’-কাঁধ। কোনও পোশাক ট্রান্সপ্যারেন্ট, তো কোনওটা হল্টারনেক। কিন্তু সমস্যা হচ্ছে অন্তর্বাসকে ঘিরে। পোশাকের উপযুক্ত অন্তর্বাস বাছতেই হিমশিম অবস্থা। কখনও অন্তর্বাসের লেস দেখা যায়। কখনও আবার স্ট্র্যাপ বোঝা যায়। এর কারণে অনেক সময় অপ্রস্তুত পরিস্থিতির মুখে পড়তে হয়। তাই সঠিক পোশাক অনুযায়ী অন্তর্বাস বেছে নেওয়া জরুরি।

স্ট্র্যাপলেস ব্রা : ডিপকাট বা স্লিভলেস পোশাকের সঙ্গে এই অন্তর্বাস মানায় ভালো।

প্লাঞ্জ ব্রা : ঢিলেঢালা পোশাকের সঙ্গে এটি ভালো মানায়।

হল্টারনেক: ডিপ ভি-নেক পোশাকের সঙ্গে এই অন্তর্বাস ব্যবহার করতে পারেন।

ফ্রন্ট ওপেন ব্রা: পিছনের দিকে চেন দেওয়া পোশাকের সঙ্গে এই অন্তর্বাস পরতে পারেন।

টি-শার্ট ব্রা: টাইট ফিটিংসের জামাকাপড় পরলে এই ধরনের অন্তর্বাস ব্যবহার করা ভালো।

প্যাডেড ব্রা: যে কোনও পোশাকে এই অন্তর্বাস পরা যেতে পারে। তাতে বেশ ভালো মানাবে।

ব্যাক ব্রা : ট্যাঙ্ক টপজাতীয় পোশাকের সঙ্গে এটি ভালো মানায়।

স্পোর্টস ব্রা : প্রত্যেকদিন শরীরচর্চা করার সময় এই অন্তর্বাস বেছে নেওয়া উচিত।



মন্তব্য চালু নেই