অন্ধ বউয়ের জন্য ফুলের বাগান

ভালবাসা প্রকাশের জন্য এখন আমরা বিশেষ একটি দিনকে বেছে নিয়েছি। সেই ভালোবাসার দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন ডে’তে আমরা প্রিয়জনকে ফুলেল শুভেচ্ছা জানানোর চেষ্টা করি। তবে জাপানের এক কৃষক প্রমাণ করলেন ভালোবাসার কোনো বিশেষ দিন নেই।সারাটি বছরই ভালোবাসার জন্য। তবে এর জন্য প্রয়োজন ভালোবাসার মতো মনটুকু।

মিয়াজাকি জেলার তশিইউকি কুরোকি ও তার স্ত্রী ইয়াশুকো ৩০ বছর আগে সংসার পেতেছিলেন। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে। কুরোকি-ইয়াশুকোর ইচ্ছা ছিল , কর্মজীবন থেকে অবসরে যাওয়ার পর তারা পুরো পৃথিবী ঘুরে বেড়াবেন। কিন্তু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন ইয়াশুকো। এরপরই নিজেকে সবার থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেন তিনি। স্ত্রীকে খুশি করার জন্য বহু উপায়ই খুঁজেছিলেন কুরোকিও। একদিন এক প্রতিবেশীকে বাগান করতে দেখে নতুন একটি আইডিয়া চাপে কুরোকিওর মাথায়। তিনি ভাবলেন তার বাড়ির সামনের বিশাল জায়গায়টুকুতে তিনি যদি একটি বাগান করেন, তাহলে অনেকেই তার বাড়িতে দেখা করতে আসবে। এর ফলে ইয়াশুকোর একাকীত্বও কাটবে। সেই সঙ্গে ঘর থেকে বেরিয়ে ফুলের সুবাশও নিতে পারবে সে। প্রায় দুই বছর বাড়ির সামনের জঙ্গল-গাছ কেটে সাফ-সুতরো করে বাগানটি তৈরি করেন কুরোকিও।

শিনতোমি শহরে কুরোকিও করা বিশাল বাগানটি এতোটা দৃষ্টিনন্দন যে এটি দেখতে বছরে ৭ হাজার লোক এখানে আসে।



মন্তব্য চালু নেই