অন্ধ স্কুলছাত্রীর কণ্ঠে গান, মুগ্ধ সবাই (ভিডিওসহ)

চারপাশের দুনিয়া দেখার মতো ভাগ্যবান নয় টুম্পা। চোখে দেখতে পায় না সে; কিন্তু অপূর্ব তার কণ্ঠস্বর। স্কুলের বন্ধুদের শোনানো ‘সুন রাহা হ্যায় না তু’ গানটি গেয়ে শোনানোর পর এই মুগ্ধতার রেশ ছড়িয়ে পড়েছে ইউটিউবে। ইন্ডিয়া ডটকম, স্কুপহুপসহ বেশ কিছু গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই বিস্ময়-বালিকার কথা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসাবে (২০১৩ সালের) পৃথিবীতে অন্ধ মানুষের সংখ্যা প্রায় চার কোটি। এদেরই একজন ছোট্ট টুম্পা। ব্রজকিশোর ব্লাইন্ড স্কুলের ছাত্রী টুম্পা জন্মগতভাবেই অন্ধ। স্কুলের বন্ধুদের ‘আশিকি-২’ ছবির ‘সুন রাহা হ্যায় না তু’ গানটি গেয়ে শোনাচ্ছিল টুম্পা, তখনই এর ভিডিও ধারণ করা হয় মোবাইলে। শ্রেয়া ঘোষালের কণ্ঠের গানটি যে টুম্পার কণ্ঠে আরো সুরেলা হয়ে বেজেছে, তার হদিস মিলবে ভিডিওতেই।

photo-1436076663

২০১৩ সালের মিউজিক্যাল ব্লকবাস্টার ছিল ‘আশিকি-২’। এই ছবির প্রায় সব কটি গানই দারুণ সাড়া ফেলে শ্রোতা-দর্শকের কাছে। টুম্পার গাওয়া গানটির মেল ভার্সন গেয়েছিলেন অঙ্কিত তিওয়ারি, ফিমেল ভার্সন গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল।



মন্তব্য চালু নেই