অপরাধী সঙ্কটে বন্ধ হয়ে যাচ্ছে কারাগার

অপরাধী নেই তাই এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে দেশের সব কারাগার। অপরাধী সঙ্কটে এ পর্যন্ত মোট ১৮টি জেলখানা বন্ধ করে দিতে হয়েছে সরকারকে। বিষয়টি আশ্চর্য মনে হলেও এমনটাই ঘটেছে ইউরোপের দেশ নেদারল্যান্ডসে।

তবে এমনি এমনি এটা হয়নি। এর পেছনে দীর্ঘমেয়াদি পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। জেলে পচিয়ে শাস্তি দেয়ার দিকে না ঝুঁকে বরং দোষীকে সামাজিক কাজেই ব্যবহার করেই তাকে মূল স্রোতে ফেরানো হয়। নেদারল্যান্ডসে ইলেক্ট্রনিক অ্যাঙ্কেল মনিটরিং সিস্টেম’র মাধ্যমে একটি প্রযুক্তির সাহায্যে অপরাধীদের ওপর এক দিকে নজর রাখা হয়। অন্যদিকে সামাজিক এবং দৈনন্দিন কাজে উত্‍সাহ দেয়া হয় তাদের।

নেদারল্যান্ডসের বিচারমন্ত্রী আর্ড ফান ডার স্তেউর পার্লামেন্টে ঘোষণা করেছেন, নেদারল্যান্ডসের মতো ছোট দেশে আলাদা আলাদা প্রান্তে জেল সচল রাখার অর্থ পুরো জেল ব্যবস্থাকে সচল রাখা। তাই জেলগুলি বন্ধ করার কথা ভাবা হয়েছে।

অবশ্য এর আগে প্রতিবেশি দেশ নরওয়ে থেকে ২৪০ জেলবন্দি অপরাধী এনে একটি জেল সচল রাখা হয়েছিল। কিন্তু আর এমন করতে নারাজ সরকার। এর ফলে প্রায় দেড় হাজার কর্মী কাজ হারাচ্ছেন। প্রায় ৭০০ জন কর্মীকে অন্যান্য সরকারি কাজে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছে সরকার।



মন্তব্য চালু নেই