অপহরণের পর ৩ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

বান্দরবান পার্বত্য জেলার থানচি-আলীকদম সড়ক থেকে অপহৃত তিন গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জেলার থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকার একটি ঝিরির পাশ থেকে ব্যবসায়ী মো. সাহবুদ্দিন, মো. আবু বক্কর ও আবছার আলীর লাশ উদ্ধার করা হয়। তাদের তিনজনকেই গলা কেটে হত্যা করা হয়। নিহতরা সবাই জেলার আলীকদম উপজেলার বাসিন্দা।

আরো জানা গেছে, শনিবার দুপুরে জেলার থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকায় মোটরসাইকেলযোগে গরু কিনতে গেলে সন্ত্রাসীরা মো. সাহবুদ্দিন, মো. আবু বক্কর ও আবছার আলীকে অপহরণ করে। অপহরণের পর পুলিশ ও বিজিবি সদস্যরা গত দুদিন ধরে তাদের উদ্ধারে অভিযান চালায়।

পুলিশ জানায়, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত দুদিনে জন ত্রিপুরা, জন রবার্ট ত্রিপুরা ও জসিম ত্রিপুরাকে আটক করে। পরে তাদের অপহরণ মামলায় গ্রেফতার দেখানো হয়। পুলিশ লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনার প্রস্তুতি নিয়েছে।

থানচি থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সোমবার সকাল থেকে অনেক দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে দুপুরে তাদের লাশ উদ্ধার করি আমরা।



মন্তব্য চালু নেই