অপ্রাপ্তবয়স্ক চালক-হেলাপারদের শাস্তির বিধান হচ্ছে

বাস, লেগুনাসহ বিভিন্ন পরিবহনে নিয়োজিত অপ্রাপ্তবয়স্ক চালক ও হেলাপারদের আইনের আওতায় এনে শাস্তির বিধান করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার (৫ মার্চ) বেলা ১২টার দিকে রাজধানীর গুলিস্থানে ফিটনেসহীন গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি এ কথা বলেন।

এসময় ঘোড়ার গাড়ি সম্পর্কে বলেন, ঘোড়ার গাড়ি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে জড়িত। এটা এখন বিলুপ্তির পথে। আমরা চাই এটা চলুক। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তাদের প্রণোদনা দেব। চলমান অভিযান সম্পর্কে তিনি জানান, আগের ঘোষণা অনুযায়ী আজকের এ অভিযান পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আসা পর্যন্ত চলবে।

চলমান এ অভিযানে বেশ কয়েকজন চালককে ইতোমধ্যে বিভিন্ন অপরাধে সাজা দেয়া হয়েছে বলে জানান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সালাম।

বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিএ), ঢাকা জেলা প্রশাসন ও সিটি করপোরেশন-এর যৌথ পরিচালনায় আজকের অভিযান বিকেল পর্যন্ত চলবে বলেও সোনালী নিউজ ডটকমকে জানান মামুন সরদার।



মন্তব্য চালু নেই