অফিসে বাদামি রঙের জুতো পরে যান? কী বলছে জ্যোতিষ দেখে নিন

জুতো যেমন আমাদের পা-কে যেমন কোনও আঘাত থেকে রক্ষা করে, তেমনি ব্যক্তিত্বকেও তুলে ধরে। ভাল পোশাকের সঙ্গে মানানসই জুতো অবশ্যই পরা দরকার। জ্যোতিষশাস্ত্র মতে, ভাগ্যের একটা অংশ জুতোর সঙ্গ‌েও জড়িত। কী রঙের জুতো পরলে এবং কেমন জুতো পরলে ভাগ্য আপনার সঙ্গ দেবে আসুন দেখে নিই তা নিয়ে জ্যোতিষশাস্ত্র কী বলছে।

ফাটা বা ছেঁড়া জুতো পরে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া উচিত নয়। এতে সফলতা মেলে না।

অফিসে বাদামি রঙের জুতো পরে যাওয়া উচিত নয়। জ্যোতিষ বলে, এই রঙের জুতো পরলে কাজে বাধা আসে।

আয়ুর্বেদের সঙ্গে জড়িত ব্যক্তিদের কখনওই নীল রঙের জুতো পরা উচিত নয়।

ব্যাঙ্ক কর্মীদের কফি রঙের জুতো পরা উচিত। কর্মস্থলে নির্দ্বিধায় কাজ করতে পারবেন।

উপহার পাওয়া জুতো বা চুরি করা জুতো পরলে ভাগ্যের উপর শনির প্রকোপ পড়বে।



মন্তব্য চালু নেই