অবশেষে উন্মুক্ত হলো সেই স্বচ্ছ কাঁচের সেতু (ভিডিও)

চীনে পাহাড়ি উপত্যকায় ৬০০ ফুট উঁচুতে কাঁচের তৈরি সেতু নির্মাণের কাজ শেষ করেছেন প্রকৌশলীরা। ৯৮০ ফুট লম্বা সেতুটি উন্মুক্ত করে দেয়া হয়েছে জনসাধারণের জন্য।

হাওহান কিয়াও সেতুটি, যার নামের বাংলা করলে দাঁড়ায়- ‘সাহসী মানুষের সেতু’, নির্মাণ করা হয়েছে একটি গিরিখাদের ওপর। খাড়া দু’টি পাহাড়ের সংযোগস্থলে সেতুটি অবস্থিত দক্ষিণ চীনের শিনিউইঝাই ন্যাশনাল জিওলজিক্যাল পার্কে।

হৃৎপিণ্ড যথেষ্ট সবল না হলে সেতুটিতে না ওঠার ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

শূন্যে ভীষণ রকমের উঁচুতে কাঁচের ওপর দিয়ে হেঁটে যাওয়ার বিষয়টি শুনতে খুব একটা ভালো না লাগলেও দাবি করা হচ্ছে যে সেতুর কাঁচগুলো অতিরিক্ত রকমের নিরাপদ। যে কাঁচগুলো দিয়ে সেতুটি নির্মাণ করা হয়েছে, সেগুলোর পুরুত্ব এক ইঞ্চির তিন ভাগের এক ভাগ এবং কাঁচগুলো ভীষণ রকমের নমনীয়তা ও ভঙ্গুরতা প্রতিরোধী, অর্থাৎ শক্ত।

সেতু নির্মাণে কাজ করা এক শ্রমিক চায়না নিউজকে জানিয়েছেন, সেতুটি নির্মাণে ব্যবহৃত কাঁচ সাধারণ কাঁচের তুলনায় ২৫ গুণ বেশি শক্তিশালী এবং একইসাথে সর্বোচ্চ শক্তি নিশ্চিত করতে এর কাঠামো রক্ষায় রয়েছে একে ঘিরে রয়েছে শক্তিশালী ইস্পাতের বেষ্টনী। তাই কাঁচ যদি ভেঙেও পড়ে, পর্যটকরা পড়ে যাবেন না নিশ্চিত।

একইসাথে সুন্দর ও ভয়াবহ সেতুটির সৌন্দর্য ও ভয়াবহতা দেখতে চাইলে এক ঝলক দেখে নিতে পারেন নিচের ভিডিওটি।



মন্তব্য চালু নেই