অবশেষে ওয়ানডে দলে বিজয়-মাহমুদউল্লাহ

১০, ১২ ও ১৫ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচকে সামনে রেখে বুধবার ১৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত স্কোয়াডে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ও ব্যাটসম্যান এনামুল হক বিজয়।

এনামুল ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পেয়ে দেশে ফেরত এসেছিলেন। দেশের মাটিতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজে দলে ছিলেন না তিনি। চোট থেকে সেরে উঠে অবশেষে দলে ফিরলেন তিনি।

গত মাসে ভারতের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে অনুশীলনে হাতে ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে যান বিশ্বকাপে টানা দুই ম্যাচে শতক হাঁকানো মাহমুদউল্লাহ। ফলে ভারতের বিপক্ষে একটিও ম্যাচ খেলা হয়নি তার। ইনজুরি থেকে সেরে ওঠায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে ডাক পেয়েছেন তিনি।

বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান ও জুবায়ের হোসেন।



মন্তব্য চালু নেই