অবশেষে কোহলিকে জরিমানা

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দলের টপঅর্ডার যখন বালুর বাধের মতো ভেঙ্গে পড়ছিল ঠিক তখনই দলের হাল ধরেন বিরাট কোহলি।

তার দায়িত্বশীল ইনিংসেই জয়ের কাছে পৌঁছে যায় ভারত।

তবে দল জিতলেও মাত্র এক রানের জন্য হাফ সেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়ছেন কোহলি।

ব্যক্তিগত ৪৯ রানে আউটের পর তা অসন্তোষ এতটাই দৃশ্যমান ছিল যা দেখতে অশোভনীয় ছিল। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি এবং শ্রদ্ধাশীল না হওয়ায় ভারতীয় এই সুপার হিরোকে জরিমানা করেছে আইসিসি।

আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে কোহলিকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়। তা নিশ্চিত করে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৫তম ওভারে। কোহলি এলবিডব্লিউ আউট দেয়া হয়। এরপর কোহলি আম্পায়ারের সিদ্ধান্তে আপত্তি জানায় ও নিজের ব্যাট প্রদর্শন করে। এরপর তিনি ক্রিজ ছাড়ার সময় আম্পায়ারের দিকে তাকিয়ে কিছু কথা বলতে থাকেন। যেটা এই খেলাটার নিয়ম নীতি বিরুদ্ধ।’

শনিবার এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারে মোহাম্মদ সামির বলে ৪৯ রানে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কোহলি।



মন্তব্য চালু নেই