অবশেষে নান্নুই প্রধান নির্বাচক

অবশেষে বড় ধরনের রদবদল করা হলো বিসিবি’র নির্বাচক কমিটিতে। দ্বি-স্তরের নির্বাচক কমিটির বিরোধিতা করে ফারুক আহমেদের পদত্যাগ করার কারণে নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব দেয়া হয়েছে বিসিবির আরেক নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনই এ ঘোষণা দেন।

বুধবার নান্নুকে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তিন সদস্যের নির্বাচক দলে পরিবর্তন এসেছে আরেকটি, প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশারকে ফিরিয়ে আনা হয়েছে কমিটিতে।

গত রোববার বাশারকে নারী দলের প্রধান নির্বাচক করা হয়েছিল। তবে দুদিন যেতে না-যেতেই আবার নির্বাচক কমিটিতে ফিরিয়ে আনা হলো তাকে। কমিটির তিন নম্বর সদস্য সাজ্জাদ আহমেদ।

আর নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক করা হয়েছে আরেক প্রাক্তন ক্রিকেটার আতহার আলী খানকে।

বিসিবির বিতর্কিত দুই স্তরের দল নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যান করে পদত্যাগ করার কথা গত রোববার গণমাধ্যমকে জানিয়েছিলেন ফারুক আহমেদ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা ফারুক মঙ্গলবার রাতে বিসিবির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। আর বুধবার তার স্থলাভিষিক্ত করা হলো মিনহাজুল আবেদীন নান্নুকে।

২০১৩ সালের ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফারুক। এর আগে এই দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত।



মন্তব্য চালু নেই