অবশেষে ভারতের নাগরিক আদনান সামি

পাকিস্তানি গায়ক আদনান সামি অবশেষে ভারতের নাগরিকত্ব পেলেন। এটি আগামীকাল ১ জানুয়ারি, ২০১৬ থেকে কার্যকর হবে বলে জানা গেছে। আদালতে তার ভারতে থাকার আপিলটিকে মানবিকভাবে বিবেচনা করে এই সিদ্ধান্তকে বৈধতা দেয়া হয়েছে।

গত ২৬ মার্চ আদনান সামি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মানবিক দিক বিবেচনা করে ভারতে থাকার আবেদন পেশ করেছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতেই তাকে ভারতে থাকার বৈধতা দেয়া হয়েছে।

পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করা এই গায়ক ২০০১ সালে ভিজিটর ভিসা নিয়ে ভারতে আসেন। কিন্তু সেই ভিসার মেয়াদ ছিল এক বছরের। তিনি বারবার তার ভিসার মেয়াদ বাড়িয়েছেন। ওদিকে গত ২৬ মার্চ, ২০১৫তে তার পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু পাকিস্তান সরকার মেয়াদ না বাড়িয়ে তাকে ভারত সরকারের কাছে ভারতে থাকার জন্য অনুরোধ করতে বাধ্য করে।

২০০০ সালে ‘কাভি তো নজর মিলাও’ অ্যালবামের মাধ্যমে ইন্ডিয়াতে জনপ্রিয়তা পান এই শিল্পী। তার গানে অমিতাভ বচ্চন, গোবিন্দের মতো অনেক বড় তারকারা অংশ নিয়েছেন।



মন্তব্য চালু নেই