অবশেষে ভারতের লিখিত আশ্বাস পেল পাকিস্তান

নিরাপত্তা জনিত কারণে বিশ্বকাপের ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়েছে। এরপরও অনিশ্চত ছিল ভারত-পাকিস্তান ম্যাচের। পাকিস্তানের দাবি ছিল যতক্ষণ না ভারত সরকারের কাছ থেকে লিখিত কোন সুস্পষ্ট আশ্বাস পাচ্ছে, ততক্ষণ তারা সফরে আসবে না। এবার সেই লিখিত আশ্বাসও পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানান হয়, তারা ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে একটি চিঠি পেয়েছে। পাকিস্তানের নারী ও পুরুষ ক্রিকেট দল যাতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমদনের জন্য চিঠিটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে লেখেন, আমরা খুব খুশি যে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করতে পারছি। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নিশ্চিত করা হচ্ছে আইসিসি, বিসিসিআই ও সমস্ত দলকে সব রকম সহযোগিতা দেওয়া হবে।



মন্তব্য চালু নেই