অবশেষে মুক্ত রিজভী

প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার বিকেল ৫টায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আমিরুল রিজভীর ঘনিষ্টজন বলে পরিচিত।

দশম জাতীয় সংসদের বছরপূর্তিকে কেন্দ্র করে চলতি বছরের ৩০ জানুয়ারি গভীর রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র‌্যাব। এরআগে ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রিজভীকে তুলে নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করে গোয়েন্দা পুলিশ। তবে দু’দিন পরেই তিনি সেখান থেকে পালিয়ে যান।

এরপর অজ্ঞাত স্থান থেকে ই-মেইলে গণমাধ্যমে দৈনিক বিবৃতি পাঠাচ্ছিলেন রিজভী। মূলত তার পাঠানো বিবৃতিগুলোর মাধ্যমেই বিএনপির সরকারবিরোধী কর্মসূচিগুলো আসছিল।

র‌্যাবের হাতে আটক হওয়ার পর বিভিন্ন মামলায় বিএনপির অন্যতম এই নেতাকে দফায় দফায় রিমান্ডে পায় পুলিশ।



মন্তব্য চালু নেই