অবশেষে শত কোটির ঘরে ‘দিলওয়ালে’

‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র চেয়ে অনেকটা ঢিমে তালেই ১০০ কোটির মাইলফলক ছুঁতে পেরেছে ‘দিলওয়ালে’।

বক্স-অফিস দৌড়ে এবার বন্ধু সালমান খানের কাছে হারতেই হলো শাহরুখকে। ভারতে ১০০ কোটি রুপি আয় করতে সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ এবং ‘প্রেম রাতান ধান পায়ো’র লেগেছিল মাত্র তিন দিন।

সেখানে দুর্দান্ত সূচনা সত্ত্বেও প্রথম দুদিনের পর ‘দিলওয়ালে’র আয়ের রেখা নিচের দিকেই নামতে থাকে। অবশেষে সপ্তাহের শেষ দিনে এসে ভারতের বাজারে শত কোটি রুপি আয় করেছে রোহিত শেঠি পরিচালিত ‘দিলওয়ালে’।

বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শের টুইট থেকে মিলবে সিনেমাটির প্রতিদিনের আয়ের হিসাব।

“দিলওয়ালে, শুক্র ২১ কোটি, শনি ২০.০৯ কোটি, রবি ২৪ কোটি, সোম ১০.০৯ কোটি, মঙ্গল ৯.৪২ কোটি, বুধ ৮.৭৯ কোটি, বৃহস্পতি ৯.২৬ কোটি। সর্বমোট ১০২.৬৫ কোটি।”

‘দিলওয়ালে’র মূল লড়াইটা অবশ্য একই দিনে মুক্তি পাওয়া ঐতিহাসিক প্রেমকাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘বাজিরাও মাস্তানি’র সঙ্গেই চলছে। ভক্তরা মনে করেছিলেন, ৫ বছর পর আবারও রূপালি পর্দায় ফেরা চিরসবুজ জুটি শাহরুখ-কাজলের দৌরাত্ম্যে হার মানবেন দিপিকা-রানভির-প্রিয়াঙ্কা।

সিনেমা মুক্তির প্রথম দুদিনেও এমনটাই মনে হচ্ছিল, সাফল্যের শেষ হাসিটা হাসতে যাচ্ছে শাহরুখ-কাজলের প্রেমের আখ্যান। কিন্তু হঠাৎ করেই কমতে শুরু করে ‘দিলওয়ালে’র টিকিট বিক্রি এবং দর্শক সংখ্যা। অন্যদিকে দর্শকদের গ্রহণযোগ্যতা বাড়তে থাকে মারাঠা সেনানায়ক পেশোয়া বাজিরাও আর তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির প্রেমকাহিনি ‘বাজিরাও মাস্তানি’র।

ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা প্রসঙ্গে শাহরুখের মন্তব্যে সৃষ্ট বিতর্কের প্রভাবেই ‘দিলওয়ালে’র সাফল্যে ভাঁটা পড়েছে বলে ধারণা করছেন নির্মাতারা। ইতোমধ্যেই পঞ্চম ও ষষ্ঠ দিনে ভারতের বাজারে আয়ে ‘দিলওয়ালে’ কে টপকেছে ‘বাজিরাও মাস্তানি’।



মন্তব্য চালু নেই