অবশেষে ৬ মাসের বকেয়া পাচ্ছেন বেসরকারি শিক্ষকরা

অবশেষে নতুন পে-স্কেলের বকেয়া পাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা। চলতি এপ্রিলের বেতনের সঙ্গে ৬ মাসের বকেয়া দেয়া হবে। মে’র বেতনের সঙ্গে দেয়া হবে বাকি দুই মাসের টাকা।–যুগান্তর।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের যুগ্মসচিব রুহী রহমান বলেন, বেসরকারি শিক্ষকরা চলতি এপ্রিল মাসের বেতন মে’তে পাবেন। এর সঙ্গে পাবেন ৬ মাসের বকেয়া।বাকি ২ মাসের বকেয়া টাকা পাবেন জুনের বেতনের সঙ্গে।



মন্তব্য চালু নেই