অবাক কাণ্ড, বিড়ালের চোখে বিশ্ব মানচিত্র!

বিড়ালের চোখে দেখা যাচ্ছে বিশ্বের মানচিত্র! তবে এ জন্য আপনাকে নিবিড়ভাবে চোখ রাখতে হবে বিড়ালের চোখা। কি অবাক হচ্ছেন? হ্যা, ঘটনা কিন্তু সত্তি।

তবে, এই বিড়ালটির চোখে উঁকি দিয়ে যাঁরা বিশ্বকে দেখতে পাচ্ছেন, তাঁরা শুধুই অবাক হচ্ছেন। এমনও হয়?

অবাক তো হবেনই। কারণ, পৃথিবীতে এরকম ঘটনা ঘটেছে এর আগে মাত্র একবারই! বালগোপালের মুখের ভিতরে উঁকি দিয়ে যশোমতী দেখেছিলেন বিশ্বব্রহ্মাণ্ড। তার পরেই, ভয়ে জ্ঞান হারান ভদ্রমহিলা!

আসলে, এই বিড়ালটির একটা অসুখ রয়েছে। তার নাম হেটেরোক্রোমা। গ্রিক শব্দটাকে ভাঙলে হেটেরো বলতে বোঝায় বহু এবং ক্রোমা অর্থে রং। শরীরে মেলানিনের পরিমাণ কম থাকলে যেমন গায়ের রং ধবধবে সাদা হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছে।

তফাত বলতে, যেহেতু ব্যাপারটা বিড়ালটির চোখে, তাই নানা রং দেখা যাচ্ছে। সেই জন্যই মনে হচ্ছে, ঠিক যেন একটা ব্রহ্মাণ্ড দেখা যাচ্ছে!

যাই হোক, এমন অবাক চোখের দৌলতেই বিড়ালটি এখন সারা পৃথিবীতে ইন্টারনেটের সৌজন্যে ভাইরাল হয়ে গিয়েছে। সবাই তাকিয়ে রয়েছেন তার চোখের দিকে। দেখছেন, বিশ্বমানচিত্র!



মন্তব্য চালু নেই