অবৈধ গ্যাস সংযোগ পাইপে অগ্নিকান্ড, দগ্ধ ৩ শ্রমিক

সাভারের দোসাইদ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ পাইপে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে তিন শ্রমিক। এঘটনায় মূল গ্যাস লাইন থেকে সংযোগ লাইন বন্ধ করে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এদিকে অবৈধ গ্যাস পাইপের সংযোগস্থলে এ দূর্ঘটনা ঘটেছে বলে দাবী করলেও এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি কেউ।

সোমবার রাত দশটার দিকে সাভারের দোসাইদের সাংগুটেক্স লিমিটেডের সামনে তিন শ্রমিক বিশ্রাম নেয়ার সময় সিগারেট ধরাতে গেলে মাটির নীচের গ্যাসের সংযোগ পাইপে মুহূর্তেই আগুন ধরে যায়। এসময় আগুনে অগ্নিদগ্ধ হন সাংগুটেক্সের তিন শ্রমিক। অগ্নিদগ্ধরা হলেন শ্রী আপন, কামাল হোসেন, আনোয়ারুল ইসলাম। তারা সবাই সাঙ্গুটেক্সের শ্রমিক বলে জানিয়েছে স্থানীয়রা। এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।অগ্নিদগ্ধদের দুজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মিরা এসে মূল লাইন থেকে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

গ্যাসের অবৈধ ত্রুটিপূর্ণ সংযোগ থেকে এ দূর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী দাবী করলেও এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হননি কেউ।



মন্তব্য চালু নেই