অভিনয় জগতে পা রাখছেন ‘আইয়ুব বাচ্চু’

তাঁর গানে মাতোয়ারা পুরো বাংলাদেশ। শুধু বাংলাদেশেই নই বাংলা ভাষাভাষী প্রায় প্রতিটা মানুষই তার গানের ভক্ত। তিনি ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চু।

এবার এই মহারথী নাম লেখাচ্ছেন অভিনয়ে। চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘এখন অনেক রাত’ শিরোনামের নাটকে অভিনয় করবেন তিনি। টেলিফিল্মটি নির্মাণ করেছেন নাজমুন মুন্নি। প্রচার হবে ২২ এপ্রিল বিকেল ৩টা ৫ মিনিটে।

গল্পে দেখা যাবে, ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ একটা ছেলে। তার বাবা ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের সময় প্লেন দুর্ঘটনায় মারা যান। পরিবারে তার মা আছেন কেবল।

ছেলেটা ট্যাক্সি চালিয়ে নিজের পড়াশোনা এবং পরিবারের খরচ বহন করে। দিনের বেলা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে তাকে রাতের শিফটে কাজ করতে হয়।

শান্ত, নিরব, আলো-আঁধারের রাতের ঢাকা ছেলেটাকে জীবনের নতুন অভিজ্ঞতা দেয়। কখনো দেখা যায় মাতাল বা চোর আবার কখনো বাংলাদেশের জনপ্রিয় কোনো তারকার সাথে অথবা তারই কোনো ক্লাসমেটের সাথে।

প্রতিদিন রাতে যখন সে কাজে বের হয়, একেকদিন একেকটা ঘটনার সম্মুখীন হয়। তেমনই এক রাতে দেখা হয় আইয়ুব বাচ্চুর সঙ্গে তার।

জীবনের জটিলতায় হারিয়ে না যাওয়া এক তরুণ গ্রাজুয়েশন শেষ করে আজ বাংলাদেশের সবচাইতে বড় অনলাইন রেন্টাল মার্কেটপ্লেসের স্বত্বাধিকার।



মন্তব্য চালু নেই