অভিবাসনে নতুন ছয়টি নির্দেশনা

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতিতে নতুন করে অভিবাসনের ছয়টি নতুন নির্দেশনা যুক্ত করা হয়েছে। এই ছয়টি নির্দেশনা হলো, নিরাপদ অভিবাসন উৎসাহিতকরণ, অভিবাসী ও তাদের পরিবারের সুরক্ষা, অভিবাসী কর্মীদের সুযোগ-সুবিধা-কল্যাণ নিশ্চিতকরণ, নারী কর্মী অভিবাসন, জাতীয় উন্নয়নের সঙ্গে অভিবাসনকে সম্পৃক্তকরণ ও শ্রম অভিবাসনের সুষ্ঠু পরিকল্পনা।

এই ছয়টি নির্দেশনাসহ আন্তর্জাতিক নীতি অনুসরণ করেই ২০০৬ সালের পুরান নীতি পুনর্বিন্যাসের মাধ্যমে অভিবাসনের ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতি ২০১৬ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এটি অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, অনুমোদিত নীতিতে মূলত অভিবাসনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আগে ২০০৬ সালে সংক্ষিপ্ত আকারে একটি নীতি ছিল, যাতে অভিবাসনের বিষয়টি বিস্তারিত ছিল না। এটিই এখন পুনর্বিন্যাস করে আন্তর্জাতিক নীতি ফলো করেই বিস্তারিত আকারে করা হয়েছে।

সচিব জানান, এই নীতির বড় বৈশিষ্ট্য হলো এতে ছয়টি নতুন নির্দেশনা রয়েছে।



মন্তব্য চালু নেই