অভিবাসী নৌকাডুবি, বহু মৃত্যুর আশংকা

প্রায় ছয়শ অভিবাসীসহ লিবিয়ার উপকুলে ভূমধ্যসাগরে একটি নৌকা ডুবে গেছে।

বুধবার খারাপ আবহাওয়ার মধ্যে যাত্রা করার পর উপকূল থেকে ২৫ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে। এতে বিপুল সংখ্যাক মানুষের প্রাণহানির আশংকা করা হচ্ছে।

এ পর্যন্ত ২৫ লাশ উদ্ধার করা হয়েছে। ইতালির কোস্ট গার্ড বলছে, তারা সাগর থেকে চারশো মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায় বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। বিবিসি বলেছে, লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকার বেশ কিছু যাত্রী মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একটি নৌকা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে বলে জানিয়েছে আইরিশ নৌবাহিনী। চারটি নৌকা ও তিনটি হেলিকপ্টার উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে।

প্রসঙ্গত, এ বছর ভূমধ্যসাগরে এরকম অভিবাসী বহনকারী নৌকা ডুবে এপর্যন্ত অন্তত দুহাজার মানুষের মৃত্যু ঘটেছে। যাকে ভয়াবহ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য চালু নেই