অভিবাসী বহনে স্বেচ্ছাসেবী গাড়িবহর

অভিবাসীপ্রত্যাশীদের বহনের জন্য জার্মানি ও অস্ট্রিয়ার বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবী তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে হাঙ্গেরি সীমান্তে পৌঁছেছেন।

সেখানে থাকা অভিবাসীপ্রত্যাশীদের নিরাপদে পশ্চিম ইউরোপের দেশগুলোতে পৌঁছে দিবেন তারা।

রোববার ১৪০টি ব্যক্তিগত গাড়ির একটি বহর নিয়ে স্বেচ্ছাসেবীরা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পথে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ছাড়েন। ব্যক্তিগত উদ্যোগে নেওয়া এই অভিযানের নাম দিয়েছেন তারা ‘রিফুজিকনভয়’।

স্বেচ্ছাসেবীদের একজন অ্যাঞ্জেলিকা নুবিথ বিবিসিকে বলেন, তাদের লক্ষ্য এসব গাড়িতে করে শরণার্থীদের নিরাপদে অস্ট্রিয়ার রাজধানীতে পৌঁছে দেওয়া।

‘আমি মনে করি, এটা আমার কর্তব্য। আমি একজন মা, অস্ট্রিয়ার একজন নারী। আমি এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। আমরা প্রত্যেকেই মানুষ। কেউ অবৈধ নই।’

এর আগে পোপ ফ্রান্সিস খ্রিষ্টান সম্প্রদায়কে যার যার অবস্থান থেকে অভিবাসীপ্রত্যাশীদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই