অভিশপ্ত আগুনে পুড়বে তুমি

অভিশপ্ত আগুনে পুড়বে তুমি

মো. আলী আশরাফ খান

গভীর এক অন্ধকার ডাকে তোমায়
ডাকে চরম ধ্বংস আর ধ্বংসের পথে,
মানুষ মহান! মানুষেরে সামনাসামনি-
ধিক্কার আর পিছনে কেনো করো নিন্দা?

অর্থ জমা করো আর গুণে গুণে রাখো
ভাব, সম্পদ তোমার থাকবে চিরকাল!
তা কখনই নয়, পতিত হবে অন্ধকারে
চূর্ন-বিচুর্ণ হবে তোমার সে জমানো অর্থ।

জেনে রেখ, অভিশপ্ত আগুনে পুড়বে তুমি
অচিরেই প্রচ-ভাবে উৎক্ষিপ্ত হবে তা,
হৃদয়ের গহীনে পৌঁছবে লেলিহান শিখা
সহজেই ঢেকে যাবে তোমার সকল দরজা।



মন্তব্য চালু নেই