অমরাসহ জন্ম নিল শিশু! (ভিডিও)

অ্যামনিয়োটিক স্যাক বা অমরাসহ একটি বাচ্চার জন্মের ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের ঘটনা ৮০ হাজারের মধ্যে একটি হয়।

ভিডিওতে দেখা যায় যে বাচ্চাটি তার হাত-পা নাড়াচ্ছে। সাধারণত ভ্রূণকে রক্ষা করার জন্য এই অ্যামনিয়োটিক স্যাক তৈরি হয়। এর ভিতরে এক ধরনের তরলে ভর্তি থাকে। ওই তরলের মধ্যে থাকে বাচ্চাটি। জন্মের সময় অ্যামনিয়োটিক স্যাক বা অমরা ভেঙে বাচ্চা বেরিয়ে আসে।

মায়ের গর্ভাশয়ের ভিতর অ্যামনিয়োটিক স্যাকের ভিতর শিশু নিরপাদে লালিত হয়। ভিতরে সম্পূর্ণ পানিতে ভর্তি থাকে। এই প্রক্রিয়াকে বলে ‘ওয়াটার ব্রেকিং’। স্বাভাবিক তাপমাত্রা থাকে অ্যামনিয়োটিক স্যাকে। সাধারণত গর্ভপাত হওয়ার সময় গর্ভাশয়ের ভিতরে থেকে যায় অ্যামনিয়োটিক স্যাক।

ভিডিওটিতে দেখা গেছে অ্যামনিয়োটিক স্যাক কেটে চিকিৎসকরা বাচ্চাটিকে বের করছেন।

ভিডিওটি দেখুন এখানে…



মন্তব্য চালু নেই