অর্থ আত্মসাতের অভিযোগে ৩ ব্যাংকার পাকড়াও

পৃথক দুর্নীতির মামলায় তিন ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ঢাকার বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক হুমায়ুন কবির ও ব্যাংকটির সাবেক নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাকিমকে গ্রেপ্তার করেছেন। তাঁদের ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন।

তৎকালীন ওরিয়েন্টাল ব্যাংক লিমিটেডের (বর্তমান নাম আইসিবি ব্যাংক লিমিটেড) কারওয়ান বাজার শাখা থেকে এক কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৭ সালের ১ মার্চ গ্রেপ্তার হওয়া দুই ব্যাংক কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

এ ছাড়া দুদকের সহকারী পরিচালক মনিরুল হকের নেতৃত্বে একটি দল জনতা ব্যাংকের উত্তরখান শাখার সাবেক ব্যবস্থাপক মো. মোজাহার আলীকে মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। ২০০৮ সালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, পাঁচ লাখ ৫৯ হাজার টাকা অবৈধ লেনদেন করেন মোজাহার আলী।



মন্তব্য চালু নেই