অর্নূদ্ধ-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্টে সাতক্ষীরা জেলা দল অপরাজিত চ্যাম্পিয়ন

আব্দুর রহমান, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অর্নূদ্ধ-১৪ বিভাগীয় ক্রিকেট টুর্ণামেন্ট ২০১৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা স্টেডিয়ামে বিসিবির আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সদর-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম(বার), ৩৮ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল আরমান হোসেন পিএসসি, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা স্কাউটস এর সম্পাদক এম ঈদ্জ্জুামান ইদ্রিস, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বদরুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক মো. আহম্মদ আলী সরদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের, বিভাগীয় কোচ কাজী ইমদাদুল বাশার, এস.এম মনোয়ার আলী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শেখ নাসেরুল হক, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, বিসিবির কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, মো. আলতাপ হোসেন, শেখ হেদায়েতুল ইসলাম, প্রমুখ।

ফাইনাল খেলায় সকালে খুলনা জেলা অনূর্দ্ধ-১৪ ক্রিকেট দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্দিষ্ট ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা অনূর্দ্ধ-১৪ ক্রিকেট দল জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়।

ফলে সাতক্ষীরা অনূর্দ্ধ-১৪ ক্রিকেট দল অপরাজিত বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পায় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশিকুজ্জামান। অতিথিবৃন্দ বিজয়ীদলের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার আরিফ হাসান প্রিন্স।



মন্তব্য চালু নেই