অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিলো মমতাজ আহমেদের

কামরুল হাসান, কলারোয়া: মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়ার আজীবন স্বপ্ন ছিলো জননেতা প্রয়াত মমতাজ আহমেদের দু’চোখজুড়ে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহকর্মী হিসেবে ছায়ার মতো অবস্থান ছিলো তাঁর। তাঁর মতো নির্লোভ, সৎ রাজনীতিবিদ সহজে চোখে মেলে না। কোনো গুণবাচক শব্দই তাঁর গুণের কাছে যথেষ্ট নয়। বাংলাদেশের সংবিধানে রয়েছে মমতাজ আহমেদের স্বাক্ষর। শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান মমতাজ আহমেদ আজ আর আমাদের মাঝে নেই। কিন্তু রয়েছে তাঁর পদচিহ্ন।

এই পদচিহ্নের আলোকবর্তিকা পথ দেখাবে আগামি দিনের। শনিবার উপজেলার বোয়ালিয়া গ্রামে মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী জননেতা মমতাজ আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা কথাগুলো বলেন।

মমতাজ আহমেদ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স’র সভাপতি অধ্যাপক এমএ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রখাত কন্ঠশিল্পী আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আছাদুজ্জামান বাবু, দৈনিক কালের চিত্র সম্পাদক অধ্যাপক আবু আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু, এক্সিস গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ, ওসি(তদন্ত) আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার গোলাম মোস্তফা, বিশিষ্ট লেখক ও কলামিস্ট প্রফেসর আবু নসর, এড. মোহাম্মদ আলী রায়হান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য গুণী কন্ঠশিল্পী আব্দুল জব্বারকে ‘মমতাজ আহমেদ স্বর্ণ পদক’ প্রদান করা হয়। এছাড়া মমতাজ আহমেদের জীবনী বিষয়ে আরএম ফরহাদ ও জেএম ফাত্তাহ’র সমণি।বত প্রয়াস এবং ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিলের সম্পাদনায় ‘পুষ্পার্ঘ্য’ নামের একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। বিপুল সংখ্যক দর্শক-¯্রােতার উপস্থিতিতে অনুষ্ঠিত এ স্মরণ সভায় আরও আলোচনা করেন ও উপস্থিত ছিলেন অধ্যাপক আবু বক্কার সিদ্দিক, সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন, পাবলিক ইনস্টি্িটউট’র সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, অধ্যক্ষ এসএম সহিদুল আলম, অধ্যক্ষ আবির হোসেন বিলাল, এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কেএম আনিছুর রহমান, দপ্তর সম্পাদক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলি, সাংবাদিক ফারুক হোসেন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এজাজ আহমেদ, মো: ইমদাদুল হক, জেএম ফরিদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক মন্ময় মনির। উল্লেখ্য, ২০১৩ সালের ৩ নভেম্বর কলারোয়ার বোয়ালিয়া গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন সাবেক গণ পরিষদ সদস্য জননেতা মমতাজ আহমেদ(৯৬)।



মন্তব্য চালু নেই