অস্কার গ্রন্থাগারে সংরক্ষিত হল “হ্যাপি নিউ ইয়ার”

ফারাহ খান পরিচালিত, রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ” হ্যাপি নিউ ইয়ার ” এবার সংরক্ষিত হল অস্কার গ্রন্থাগারে। বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করা এই ছবি এর মধ্যেই আয় করেছে ৩০০ কোটি রুপির উর্ধে।

মোশন পিকচার আর্ট ও সাইন্স একাডেমির আয়োজনে “হ্যপি নিউ ইয়ার” ছবিটি প্রদর্শিত হবে অস্কার গ্রন্থাগারে। সেখানে ছবিটি নিয়ে গবেষনা করতে পারবেন ছাত্রছাত্রী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা, লেখক, অভিনয়শিল্পী ও চলচ্চিত্র জগতের সবাই। ১৯১০ সাল থেকে এখন পর্যন্ত এগারো হাজার এর বেশি ছবি এই গ্রন্থাগারে সংরক্ষন করা হয়।

ঐ এগার হাজার ছবির মধ্যে এবার নাম লেখালো সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খান অভিনিত ছবি “হ্যপি নিউ ইয়ার”। ছবিটি মুক্তির তিন দিনের মধ্যেই বলিউডের সব ছবির রেকর্ড ভেঙেছে। যদিও ছবিটি নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। বিশেষ করে অভিনেত্রী জয়া বাচ্চন এই ছবিটি নিয়ে কঠোর সমালোচনা করে আলোচনায় চলে এসেছেন। তবে ছবিটি বেশ সাড়া ফেলেছে জনগনের মধ্যে এবং বক্স অফিসেও ব্যাপক সফলতা পেয়েছে।

ছবিটির মূল চরিত্রে রয়েছেন বলিউড কিং শাহরুখ খান, দিপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, সনু সোদ, বোমান ইরানি এবং বিবান শাহ।



মন্তব্য চালু নেই