অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ওয়ারর্নার ফেম্যান পদত্যাগ করেছেন। নিজের দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টিতে সহকর্মীদের সমর্থন হারিয়ে এই পদক্ষেপ নেন তিনি।

ফেম্যান ২০০৮ সালে অস্ট্রিয়ার ক্ষমতায় আসেন। কিন্তু গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ডানপন্থী বিরোধী দলের বিজয়ের ফলে নিজের দলের মধ্যেই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

এক সংবাদ সম্মেলনে ফেম্যান বলেন, অস্ট্রিয়া এমন একজন প্রধানমন্ত্রী চায় যার দলের সমস্ত লোক তার পেছনে থাকবে। যে কারণে নতুন করে কাউকে ক্ষমতায় বসিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে তিনি পদত্যাগ করছেন।

ফেম্যান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি চ্যান্সেলর ও এসপিও দলের নেতার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’ দলের সমর্থন হারানকেই তিনি এজন্য দায়ী করেন। বেকারত্ব নিরসন, সামাজিক সংযুক্তি এবং শরণার্থী সঙ্কট মোকাবেলায় তার ব্যর্থতাই দলের সমর্থন হারানোর পেছনে দায়ী।



মন্তব্য চালু নেই