অস্ট্রিয়ায় কনসার্টে গুলি, নিহত ২

অস্ট্রিয়ায় ওপেন এয়ার কনসার্টে এক বন্দুকধারীর গুলিতে দুজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১১ জন। শনিবার গভীর রাতে ভোরালবার্গ প্রদেশের নেনজিং শহরে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই বন্দুকধারীর সঙ্গে কনসার্টস্থালের কাছেই একটি গাড়ি পাকিং এলাকায় এক নারীর সঙ্গে চড়া সুরে বাগবিতণ্ডা হচ্ছিল। এক পর্যায়ে ওই ব্যক্তি তার গাড়ি থেকে একটি বন্দুক বের করে এবং পার্কিং এলাকা থেকে বের হয়ে আসে। পরে সে কনসার্টস্থলে যায় এবং সেখানে নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। কনসার্টস্থলে দেড়শ লোক ছিলো বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। ওই বন্দুকধারী পরে পার্কিং এলাকায় ফিরে আসে এবং আত্মহত্যা করে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, ওই বন্দুকধারী হামলার সময় রাইফেল অথবা এ জাতীয় লম্বা অস্ত্র ব্যবহার করেছিল।

পুলিশের মুখপাত্র সুসানে দিলপ জানিয়েছেন, হামলায় আহতদের অবস্থা গুরুতর। পুলিশ বিষয়টি তদন্ত করছে।



মন্তব্য চালু নেই