অস্ট্রেলিয়াকে ৪১২ রানের টার্গেট দিল ইংল্যান্ড

জমে উঠেছে অ্যাশেজের প্রথম টেস্ট৷কার্ডিফের শোপিয়া গার্ডেনে অস্ট্রেলিয়ার সামনে ৪১২ রানের লক্ষ্য বেধে দিল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ১২২ রানে এগিয়ে থাকা ইংল্যান্ডের দ্বিতীয় দ্বিতীয় ইনিংস শেষ ২৮৯ রানে৷ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সঙ্গে সঙ্গে শুক্রবার তৃতীয় দিনের খেলাও শেষ হয়ে যায়৷

এদিন বাইশ গজে অজিদের বিরুদ্ধে আধিপত্য দেখায় ইংল্যান্ড৷ সকালে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের শেষ পাঁচ উইকেট মাত্র ৪৪ রানের মধ্যে তুলে নেওয়ায় প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় কুক অ্যান্ড কোং৷

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩০৮ রানে৷ এর পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে হাফ-সেঞ্চুরি করেন ইয়ান বেল (৬০) ও জো রুট (৬০)৷ প্রথমে পেসাররা পরে নাথান লায়নের লেগ-স্পিনের বিরুদ্ধে তিনশোর আগেই গুটিয়ে যায় ইংল্যান্ড৷ ৭৫ রান দিয়ে চার উইকেট নেন নাথান লায়ন৷

অ্যাশেজে এর আগে সফল রান তাড়া করে জয়ের রেকর্ড ৪০৪ রানের৷ ১৯৪৮সালে ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া ৪০৪ রান তাড়া করে ম্যাচ জিতেছিল৷ এবার মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়ার সামনে টার্গেট ৪১২৷ হাতে আছে পুরো দুটি দিন।



মন্তব্য চালু নেই