অস্ট্রেলিয়ার পেসারের পাশে মুস্তাফিজ

শেষ পর্যন্ত চমকই দেখালেন মুস্তাফিজ। নিজের প্রথম দুই আন্তর্জাতিক ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। প্রথমটিতে ৫টি ও পরেরটিতে ৬ উইকেট। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শেষ ম্যাচেও তুলে নেন ২ উইকেট।

তিন ম্যাচ সিরিজে সব মিলিয়ে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন মুস্তাফিজুর রহমান। যৌথভাবে মুস্তাফিজুর রহমানের সঙ্গে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস। ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে রায়ান হ্যারিস ৩ ম্যাচ সিরিজে নিয়েছিলেন ১৩ উইকেট।

তবে সিরিজের শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানের্ আরেকটি রেকর্ডের হাতছানি ছিল। ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেওয়ার একমাত্র রেকর্ডটি ওয়াকারের দখলে। ১৯৯০ সালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রেকর্ড গড়েছিলেন ওয়াকার। তবে নিজের ২৪তম ওয়ানডে খেলার পর রেকর্ডটি গড়েছিলেন ওয়াকার।

বুধবার ভারতের বিপক্ষে আর তিনটি উইকেট নিতে পারলে ওয়াকার ইউনুসের রেকর্ডে ভাগ বসাতে পারতেন ১৯ বছর বয়সি মুস্তাফিজুর রহমান।

এর আগে নিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেট নিয়ে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ও তার পরের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন মুস্তাফিজ। এ ছাড়া প্রথম দুই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার মুস্তাফিজ।



মন্তব্য চালু নেই