অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজ খেলবে: সুজন

মুস্তাফিজ শতভাগ ফিট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি মাঠে নামবেন বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

বেঙ্গালুরু পৌঁছে সুজন সাংবাদিকদের এ কথা বলেন।

২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। রাত আটটায়।

অনেকে আশায় ছিলেন পাকিস্তানের বিপক্ষে মুস্তাফিজের খেলার ব্যাপারে। কিন্তু ম্যাচ শুরু হতেই জানা যায়, বিস্ময় বালক নেই। মুস্তাফিজকে ওই দিন খেলালেও খেলানো যেত। কিন্তু ঝুঁকি থেকে যেত। ৯৯ ভাগ ফিট ছিলেন তিনি। বাংলাদেশ চায়নি সম্পদকে নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে। আবার কোনো সমস্যা হলে বিশ্বকাপটাই মাটি হয়ে যেত তার।

মুস্তাফিজের খেলার ব্যাপারে মাশরাফিও কলকাতায় বসে বলেন, সামনের ম্যাচে তাকে খেলানো হবে।

১৬ দিন পর পাকিস্তান ম্যাচের আগের দিন ইডেনে বেলা ৩ টা ১০ মিনিটে মুস্তাফিজকে পুরো রানআপে বল করতে দেখা যায়। স্ট্রাইকে তাকে সামলাচ্ছিলেন তামিম। ধীরে ধীরে শুরু করেন। তারপর প্রায় ঘণ্টাখানেক টানা বল করেন। কোনো অস্বস্তি দেখা যায়নি। এরপর আল-আমিনের সঙ্গে ফিল্ডিং সেশনেও অংশ নেন।

পাকিস্তান ম্যাচের আগের দিন মুস্তাফিজের এমন অনুশীলন দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো মুস্তাফিজ খেলবেন। টিম মিটিংয়েও তাকে খেলানোর একটা আলোচনা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়।

প্রথম ম্যাচে মুস্তাফিজহীন বাংলাদেশ পাকিস্তানের কাছে ৫৫ রানে হেরে যায়।



মন্তব্য চালু নেই