অস্ট্রেলিয়া বাড়াবাড়ি করেছে, মন্তব্য পিসিবির

নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে অস্ট্রেলিয়া বাড়াবাড়ি করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২৮ সেপ্টেম্বর দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তারা সফর স্থগিত করে। দেশটি থেকে নিরাপত্তা পরিদর্শক দল ঢাকায়ও আসে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে। দেশের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর সঙ্গে কয়েক দফা বৈঠক করেন তারা। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, বিসিবি সভাপতি আশ্বাস দেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত বাংলাদেশ। এই বৈঠকের মাঝে গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এক ইতালিয়ান নাগরিক। মূলত এই ঘটনার পরই অস্ট্রেলিয়া নিজেদের বেশি করে গুটিয়ে নেয় । অবশেষে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, এই সফর তারা স্থগিত করছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে পিসিবির সভাপতি শাহরিয়ার খান বলেন, ‘এক ইতালীয় নিহত হওয়ায় সফর স্থগিত হয়ে গেল। আরে, আমাদের তো ৫০ হাজার লোক মারা গেছে।’

গত সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক সিজার তাবেলা (৫০) খুন হন।

অন্যদিকে ২০০৩ সাল থেকে সন্ত্রাসীদের সহিংসতায় পাকিস্তানে ৫০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

শাহরিয়ার খান বলেন, সন্ত্রাসবাদ থেকে কিছুটা উদ্বেগ থাকতে পারে। কিন্তু তাদের (অস্ট্রেলিয়া) বাংলাদেশি, ভারতীয়, শ্রীলঙ্কান ও পাকিস্তানিদের বিশ্বাস করতে হবে। আমরা তাদের শতভাগ সুরক্ষা দিই।’

পিসিবির সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো কিছু দেশ সম্ভবত অতি স্পর্শকাতর।’



মন্তব্য চালু নেই