অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে যা বললেন সৌম্য

বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে এল পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারল তারা। প্রথম টেস্টে রেকর্ড রান করে ড্র করল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হেরে যায় স্বাগতিকরা।

এরপর আসল ভারত। টেস্টে ড্র। ওয়ানডে সিরিজ জয়। সবশেষ দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সিরিজ জয়, টি-টোয়েন্টিতে হার। আর টেস্ট সিরিজ ড্র। এবার ক্রিকেটাররা পেয়েছেন অখণ্ড অবসর। দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া আসবে ২৮ সেপ্টেম্বর। তার আগে ক্রিকেটাররা পেয়েছে দুই সপ্তাহের ছুটি।

অবসর শেষ হলেই ক্রিকেটাররা আবারো নেমে পড়বে অনুশীলনে। প্রস্তুত হবে অস্ট্রেলিয়া বধের জন্য। এই সিরিজের বিষয়ে সৌম্য সরকার বলেন, ‘দল যত বেশি টেস্ট খেলার সুযোগ পাবে, এই ফরমেটে তাদের উন্নতির সুযোগ ততো বেশি হবে। আর সেটার জন্য বাংলাদেশকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ বেশি খেলতে হবে। তা ছাড়া টেস্টে দলের সবারই আলাদাভাবে অবদান রাখতে হবে। টেস্ট খেলায় সময়টাই মুখ্য। সেক্ষেত্রে পুরোটা সময় ব্যবহার করে টিকে থাকাটাই জরুরী।’



মন্তব্য চালু নেই