“অাসছে হ্যান্ডমেইড গ্রীন টি”

সৌরভ আদিত্য, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ সাতকড়া ও ডায়াবেটিক চায়ের পর এবার অাসছে হ্যান্ডমেইড গ্রীন টি। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি অনুপ্রেরণায় বাংলাদেশ চা বোর্ডের চা ব্যবস্হাপনা কোষের মহা- ব্যবস্হাপক মো.শাহজাহান অাকন্দ কয়েকমাস গবেষণার পর এই চা উদ্ভাবন করেন।

এর অাগে তিনি সাতকড়া ও ডায়াবেটিক চা উদ্ভাবন করেছিলেন।গ্রীন টি উদ্ভাবনের পর গত ২৭ অাগস্ট এই চা চট্টগ্রামে অবস্হিত বাংলাদেশ ন্যাশনালব্রোকার্স লিমিটেডে পাঠানো হয়েছে। সেখানে এই চায়ের গুনগত মান, স্ট্যান্ডার্ড, সেন্ট, উজ্জলতা, স্হায়িত্বকাল ও চা অাস্বাদন ( টেস্টিং) করে দেখা হবে।

টি টেস্টিং এর রিপোর্ট পাবার পর এই চা বাজারজাত করার জন্য বাংলাদেশ চা বোর্ড উদ্দ্যোগ গ্রহন করবে বলে সংশ্লিস্ট সুত্র জানিয়েছে।মো. শাহজাহান অাকন্দ জানান, এই চা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। এন্টি- অক্সিডেন্ট এই চা হার্ট ও স্কিন ভাল রাখাসহ মানবদেহের অনেক রোগ নিরাময় করবে।



মন্তব্য চালু নেই