অ্যাপে পরীক্ষা করুন স্তন ক্যান্সার

স্তন ক্যান্স্যারের প্রাথমিক লক্ষণ জানা ও নিজেই পরীক্ষা করার অ্যাপ এনেছে কালারস এফএম ১০১ দশমিক ৬।

চেকমেট নামের এ অ্যাপে নারীরা তিনটি সহজ ধাপে স্তনে চাকা বা চামড়ার পরিবর্তনের মতো স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো পরীক্ষা করতে পারবেন।

প্রয়োজনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সুবিধাও পাওয়া যাবে এ অ্যাপের মাধ্যমে।

এছাড়া প্রতি মাসে সেলফ চেকিংয়ের জন্য রিমাইন্ডারও দিয়ে রাখা যাবে। সোমবার হতে প্লে-স্টোরে অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে।



মন্তব্য চালু নেই