অ্যামাজনে মিলল বিশ্বের সর্ববৃহৎ অ্যানাকোন্ডা (ভিডিও)

আমাজন বনে বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডার সন্ধান পাওয়া গেছে। ১৭ ফুটেরও বেশি দীর্ঘ এই অ্যানাকোন্ডা প্রথম দেখতে পেয়েছিলেন আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির উপস্থাপক গর্ডন বানচানান।

অ্যানাকোন্ডা বিষয়ক একটি প্রামাণ্য চলচ্চিত্রের প্রয়োজনে আওরানি উপজাতিদের খোঁজে ইকুয়েডরে গিয়েছিলেন তিনি। তাদের সহযোগিতায় সেখানেই বিশাল আকার এই অ্যানাকোন্ডার সন্ধান পান তিনি।

তিন পর্বের প্রামাণ্য চলচ্চিত্রের এই অ্যানাকোন্ডা দেখানো হয়।

এই প্রামাণ্যচিত্রের প্রয়োজনে গর্ডন সেখানে আওরানি উপজাতি পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন। তাদের সহযোগিতায় গর্ডন আমাজনের গভীরে বসবাস করা এই অ্যানাকোন্ডা দেখতে পান। এই অ্যানাকোন্ডা ধরা ও তাকে বনের মধ্যে ছেড়ে আসা খুবই ঝুঁকিপূর্ণ ছিল তাদের কাছে। কারণ আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে অ্যানাকোন্ডা।

ভিডিওটি দেখুন এখানে…



মন্তব্য চালু নেই